help for poor child

Please visit now our official web site http://www.poorchilds.com Save the children children charity save the children text donate help poor child poor pepole asia help for poor need sponsor child help for poor the children help and children why help children helpapoorchild org helping children around the world poor childrens home help children children nonprofit children education sponsor a child donate to children help for children help poor helping poor help the poor childs poor child help the poor children and help asian poor pepole and childrens bangladesh in asia
RSS
email

Monday, February 15, 2010

দুস্হঃ শিশু ক্লাবের পরিকল্পনা ও কার্য্যক্রম ।

আমি বিস্তারিত আগে অনেক বার আলোচনা করেছি,আবারো লিখছি ।আমি ঝরে পড়া মানুষগুলোর মধ্য একজন .ইচ্ছা থাকার সত্বেও টাকার অভাবে পড়াশোনা বেশী করতে পারি নাই.আমি যে গ্রামে বড় হয়েছি সে গ্রামের অধিকাংশ মানুষ অতিদরিদ্র ও অশিক্ষিত ।বর্তমান সময়ে কিছু ছেলে মেয়ে ব্র্যাক স্কুল ও সরকারি প্রাইমারি স্কুলের কল্যাণে ৫ম শ্রেণী পড়াশোনা করতে পারলেও ৬ষ্ঠ শ্রেণী থেকে আর পড়াশোনা হচ্ছেনা ।অনেক পরিবারে আবার ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর কোন আগ্রহ নেই দুইটি কারনে ১. সচেতনার অভাব ২.অর্থাভাবে ।আমার স্বপ্ন আমার মত আর যেন কেউ ঝরে না পড়ে ,তাই আমি অতি দরিদ্র পরিবারের শিশুদের নিয়ে একটি শিশুক্লাব গঠন করেছি .আমি তাদের সচেতনা করতে সামাজিক বিভিন্ন বিষয়ে,পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ব্যবস্থা করা ও মৌলবাদ ও জঙ্গীবাদ বিষয়ে সচেতন করতে ও তথ্য প্রযুক্তির সাথে পরিচিত করতে.এগুলো বাস্তবায়ন করতে পারলে একদিকে যেমন সচেতন সমাজ গড়া যাবে,অন্যদিকে ডিজিটাল বাংলাদেশ গড়া অনেক সহজ হবে ।আমার সবচেয়ে বেশী আগ্রহ একটি পাঠাগার স্হাপন করতে.যা থেকে শিশুরা একদিকে ঞ্জান অর্জন করবে অন্যদিকে গ্রামীন মানুষের মধ্য সচেতনা বাড়বে ।কিন্তু সাধ থাকলেও সব কিছু মূলে চাই টাকা ,আমি অতি সামান্য আয়ের মানুষ. ইচ্ছা থাকলেও টাকার অভাবে অগ্রসর হতে পারছিনা ।তবে আমার সাধ্য মত তাদের পাশে আমি আছি ,আমি তাদেরকে ইতিমধ্য বিভিন্ন ক্রীড়া উপকরন ও পোশাক ইত্যাদি কিনে দিয়ে থাকি ।কিন্তু এগুলো দিয়ে মূলকাজ কখনো বাস্তবায়ন সম্ভব নয় .তাই আমি গ্রামের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করেছি ।তাদের মতামতে ভিত্তিতে দুই ধরনের পরিকল্পনা নেয়া হয়েছে ১.যেহেতু সকল শিশুদের পিতা মাতা অশিক্ষিত.তাই সকল শিশুরা যাতে সকাল বিকাল একসাথে পড়াশোনা করতে পারে ও জানা অজানা বিষয় গুলো একে অপরের সাথে শেয়ার করতে পারে সেজন্য একটি ঘর নির্মান করা ও পাঠাগার স্থাপন করা এখানে নিয়মিত পত্রিকা সরবারাহ করা ।২.সেখানে একটি কম্পিউটার স্থাপন করে তথ্য প্রযুক্তির বিশ্বের সাথে পরিচিত করা ও ছোট পরিসরে হলেও একটি ফান্ড গঠন করা.যাতে তাদের কোচিং.স্কুল ফি বই পত্র ও খাতা কলম কেনার যোগান দেয়া যায়,সকল প্রতিবন্ধকতা ও ঝরে পড়া বন্ধ করা যায় .গড়ে তোলা যায় আলোকিত মানুষ ও সুন্দর আগামীর জন্য সকল অবহেলিত শিশুদের জন্য এমন পরিকল্পনা ও বাস্তবায়নের কোন বিকল্প নেই।আমি এই ভাষার মাসে পাঠাগার স্থাপনের জন্য আবেদন করছিলাম সকলের কাছে কিন্তু কোন সাড়া পাইনি .আমি নিজ উদ্যাগে মাত্র ৬টি বই দিয়ে শুরু করেছি পাঠাগার ।আমার সম্পূর্ণ আত্নবিশ্বাস এখনো আছে আমি সফল হতে পারবো .এই সফলতা দেখতে হলে অবশ্যই সরকার.গনমাধ্যম.বিভিন্ন প্রতিষ্ঠান ,সর্বস্তরের জনগনের সহযোগিতা প্রয়োজন ।কিছু শিশুদের বৃত্তান্ত ও প্রতিবন্ধকতা আমি ইতিমধ্য আপডেট করেছি ।পর্যায়ক্রমে সকলের বৃত্তান্ত আপডেট করব ।এই শিশু ঝরে পড়া বন্ধ করতে কোন দাতা ব্যক্তি , দাতা প্রতিষ্ঠান বা কোন প্রবাসী এগিয়ে আসবেন কি ?প্রাথমিক ভাবে একটি ঘরনির্মান ও পাঠাগার নির্মানে সহযোগিতা কামনা করছি ।কথায় আছে দশের লাঠি একের বোঝা,আপনাদের বিন্দু বিন্দু সহযোগিতা অনেক অবহেলিত শিশুর সুন্দর জীবন গড়তে সহায়ক হবে ।আমরা পাব সুন্দর আগামী ও সচেতন সমাজ ।আসুন আর বদলের জন্য বড় বড়শ্লোগান নয়, এগিয়ে যাই সফল বাস্তবায়নের দিকে,গড়ে তুলি সকলকে সচেতন করার মাধ্যমে গড়ে সুন্দর সমাজ ব্যবস্থা ,দুর করি হিংসা বিদ্বেষ ।যদি সকলে উদ্যগী হয়ে এগিয়ে আসেন তবেই কেবল সম্ভব,সফল বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া ।অনুরোধ এগিয়ে আসুন ।

নিচের এই বিঞ্জাপনে একটি ক্লীক করুন .এখান থেকে প্রাপ্ত অর্থ গরীব শিশুদের জন্য ব্যয় হবে ।
Please click this ad
for help poor child


1 comment:

Anonymous said...

Hi everyone! I don't know where to start but hope this site will be useful for me.
I will be happy to receive some help at the beginning.
Thanks in advance and good luck! :)

 

Friends

এই শিশুদের কি কিছু করনীয় আছে ?